• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

শনির দশা লেগেছে বলিউডে,হত্যার হুমকি পেলেন কোরিয়োগ্রাফার রেমো ডি

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫
শনির দশা লেগেছে বলিউডে,হত্যার হুমকি পেলেন কোরিয়োগ্রাফার রেমো ডি

Sharing is caring!

শনির দশা লেগেছে বলিউডে। একের পর এক তারকা বিপদে পড়ছেন।এবার হত্যার হুমকি পেলেন বলিউডের জনপ্রিয় কোরিয়োগ্রাফার রেমো ডি সুজা। এই তো সপ্তাহখানেক আগেই অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়েছিল।

রেমোকে দেওয়া ওই হুমকিবার্তায় বলা হয়েছে, ‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এ বিষয়টিকে হালকাভাবে নেবেন না। আপনাদের প্রতিদিনের জীবনযাপনের ওপর নজর রাখছি আমরা।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, পাকিস্তান থেকে ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি পেয়েছেন রেমো। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মন্তব্য করেননি তিনি।

এ দিকে হত্যার হুমকি পাওয়ার পর মহাকুম্ভে যোগ দেন এই নৃত্য পরিচালক। ইতোমধ্যে তার মহাকুম্ভে যাত্রার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

সেখানে দেখা যায়, সম্পূর্ণ কালো বস্ত্রে ধ্যান করছেন রেমো। পাশাপাশি মহাকুম্ভে যাওয়ার আগে নিজের মুখ কালো চাদরে ঢেকে রেখেছিলেন তিনি। পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি আসার পর রেমোর মহাকুম্ভে যাত্রা বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে বলে ধারণা করছেন নেটিজেনরা।

৫৮ পড়েছেন