• ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

নিজ বাসা থেকে অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন এবং স্ত্রী বেটসি আরাকাওয়ার লাশ পাওয়া গেছে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫
নিজ বাসা থেকে অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন এবং স্ত্রী বেটসি আরাকাওয়ার লাশ পাওয়া গেছে

Sharing is caring!

নিজ বাসা থেকে অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী বেটসি আরাকাওয়ার লাশ পাওয়া গেছে। সান্তা ফে কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।

ঘটনাটি মেক্সিকোর সান্তা ফেরে নিজ বাসা ঘটেছে ।

ছয় দশকের বেশি সময়ের ক্যারিয়ারে দুটি অস্কার, দুটি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন জিন হ্যাকম্যান। ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’, ‘সুপারম্যান’, ‘দ্য রয়্যাল টেনেনবাউমস’ এবং ‘আনফরগিভেন’ সিনেমার জন্য ভক্তরা তাকে অনেক দিন মনে রাখবে।

বিবিসি বলছে, হ্যাকম্যানের বয়স ছিল ৯৫ বছর। আর তার স্ত্রী আরাকাওয়ার বয়স হয়েছিল ৬৩। তাদের কুকুরটিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের এই রহস্যজনক মৃত্যু চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

সেই বার্তায় বলা হয়েছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি)  বিকেলে সানসেট ট্রেইলের বাসায় জিন হ্যাকম্যান এবং তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা এখনো কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাইনি। তবে আমাদের তদন্ত চলছে।

শেরিফ আদান মেনডোজা স্থানীয় সাংবাদিকদের বলেন, এই দম্পতির মৃত্যুর সঠিক কারণ বা সময় সম্পর্কেও তারা এখনো জানতে পারেননি।

৩৫ পড়েছেন