• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

প্রথম ঝলকেই দর্শকমহলে সাড়া ফেলেছিলেন বলিউডের ভাইজান

admin
প্রকাশিত মার্চ ২, ২০২৫
প্রথম ঝলকেই দর্শকমহলে সাড়া ফেলেছিলেন বলিউডের ভাইজান

Sharing is caring!

প্রথম ঝলকেই দর্শকমহলে সাড়া ফেলেছিলেন বলিউডের ভাইজান সালমান খান ‘সিকান্দার’। দ্বিতীয় ঝলকে যেন তিনি আরও বিধ্বংসী। বলিউডের ছবিতে লড়াইয়ের দৃশ্যে তার জুড়ি মেলা ভার। এই ছবিতেও সেই একই মেজাজে ভাইজান।

সালমানকে শেষ দেখা গিয়েছিল ২০২৩-এ ‘টাইগার ৩’ ছবিতে। তারপর থেকে বেশ কিছু ছবিতে ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল। তাই ‘সিকান্দার’ নিয়ে সালমান-ভক্তদের উত্তেজনা তুঙ্গে।

শত্রুদের সঙ্গে বোঝাপড়ায় জমি ছাড়তে নারাজ ‘সঞ্জয়’। ছবিতে সালমান অভিনীত চরিত্রের নাম এটিই। কিন্তু তার ঠাকুমা নাকি তাকে ডাকতেন ‘সিকান্দার’ বলে। অসহায় মানুষদের হয়ে লড়াই করাই ‘সিকান্দার’-এর উদ্দেশ্য।

তবে সেই উদ্দেশ্য সাধন করতে সে হিংসার পথ বেছে নেয় নিমেষে। তাই তার সংলাপ, ‘বিচার চাইতে আসিনি। এসেছি হিসাব মেটাতে।

এই ঝলকে দেখা যায় নায়িকা রাশমিকাকেও। সালমানের সঙ্গে তার রসায়ন দেখতে উদ্গ্রীব দর্শকও। প্রথম ঝলকেও সালমানের একটি সংলাপ নজর কেড়েছিল। তবে সেই সংলাপের সঙ্গে অনেকেই খুঁজে পেয়েছেন লরেন্স বিশ্নোইয়ের যোগ।

৭১ পড়েছেন