• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বিআরটিএ অফিসে দালালির অভিযোগে ১জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৫
বিআরটিএ অফিসে দালালির অভিযোগে ১জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড

Sharing is caring!

সিলেট বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে দালালির অভিযোগে ১জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সোহাগ ইসলাম কুদ্দুস। সে বিশ্বনাথের চান মিয়ার ছেলে। জানা যায়, সে দীর্ঘদিন ধরে সিলেট বিআরটিএ অফিসে দালালি করে আসছে।

বিআরটিএ অফিস সুত্রে জানা যায়, সিলেট বিআরটিএ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদন্ড দেন। রোববার (৯ মার্চ) বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় এক দালালকে আটক করা হয়।

পরে তাকে কারাদন্ড প্রদান করা হয়।

২৪ পড়েছেন