• ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কর্মসূচি ও গাড়িবহরে হামলার নিন্দা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান-আমির

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫
কর্মসূচি ও গাড়িবহরে হামলার নিন্দা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান-আমির

Sharing is caring!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ও গাড়িবহরে হামলার নিন্দা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।জামায়াত আমির আরও বলেন, ‘বর্তমানে মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি দেখা যাচ্ছে না। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এর দায় সরকারকেই নিতে হবে।বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জেনেছি, এনসিপির নেতারা নিয়মমাফিক প্রশাসনের সঙ্গে আলোচনা করেই কর্মসূচির আয়োজন করেছিলেন। এটি তাদের রাজনৈতিক অধিকার।তবে এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।তিনি সংশ্লিষ্ট এলাকার জনগণকে উসকানিমূলক কাজ থেকে বিরত থাকতে আহ্বান জানান এবং ‘ফ্যাসিবাদবিরোধী’ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।এর আগে বুধবার বিকেলে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়িবহরে হামলা হয়। এনসিপির অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। একই দিনে গোপালগঞ্জে এনসিপির সমাবেশেও হামলার ঘটনা ঘটে।

৭১ পড়েছেন