• ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনা পালিয়ে গেছে, এখন জনগণকে রাষ্ট্রক্ষমতায় যুক্ত করতে হবে-স্বপন

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫
শেখ হাসিনা পালিয়ে গেছে, এখন জনগণকে রাষ্ট্রক্ষমতায় যুক্ত করতে হবে-স্বপন

Sharing is caring!

শেখ হাসিনা পালিয়ে গেছে, এখন জনগণকে রাষ্ট্রক্ষমতায় যুক্ত করতে হবে বলেছেন,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন । যত দ্রুত সম্ভব রাষ্ট্রের মালিক জনগণের হাতে রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। শেখ হাসিনা মনে করতো সে এবং তার পরিবার রাষ্ট্রের মালিক, কিন্তু আমরা মনে করি রাষ্ট্রের মালিক জনগণ।অতএব ব্যালটের মাধ্যমে রাষ্ট্রের মালিকদের অতিদ্রুত রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। দেশের সকল সমস্যার একমাত্র সমাধান জাতীয় নির্বাচন। নির্বাচনে জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার দরকার। আমরা শর্ত দিয়েছি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার দরকার অবিলম্বে তা করতে হবে, তা করতে বিলম্ব হলে আমরা আমাদের কণ্ঠস্বরকে কঠিন করব, বিলম্বকে আমরা বরদাশত করব না।বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ জুলাই) দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।বিশেষ বক্তার বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে এমন রাষ্ট্র গঠন করব যেখানে নিশিরাতের ভোট হবে না। গত ১৭ বছরে বিএনপির সাতশো নেতাকর্মী গুম হয়েছে, হাজারো নেতাকর্মী খুন হয়েছে। গত জুলাই আগস্টের আন্দোলনে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বিএনপির লাখ লাখ নেতাকর্মী জেল খেটেছে। অসংখ্য মামলা এখনো চলমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছে। তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এখনো অনেক মামলা বিচারাধীন। লাখ লাখ নেতাকর্মী নির্যাতিত, নিপীড়িত হয়েছে। এসব থেকে উত্তরণের জন্য কাজ করতে হবে। এ কাজকে তারেক রহমান দায়িত্ব মনে করেন।প্রধান বক্তার বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, যারা অপ্রয়োজনে নির্বাচনের সময় ক্ষেপণ করতে চায়, তারা জনগণকে রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই অপরাধে শেখ হাসিনাকে সকলকে সঙ্গে নিয়ে ক্ষমতা থেকে উৎখাত করেছে। ভবিষ্যতেও কেউ যদি জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র দখল করতে চায়, আমরা তাদের ব্যাপারেও তীব্র পর্যবেক্ষণ বহাল রেখেছি।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাওয়া ক্লাবের সভাপতি কর্ণেল (অব:) আব্দুল হক, জেলা বিএনপির সভাপতি সহ-সভাপতি শাহবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, শ্রীমঙ্গল সদর পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু, যুক্তরাজ্য কার্ডিফ বিএনপির সভাপতি আশরাফুজ্জামান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেন হোসেন, মাছুল আলম প্রমুখ।সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠান সফল করার জন্য।দোয়া পরিচালনা করেন কদমতলী মসজিদের ইমাম ও খতিব মজির উদ্দিন কাশেমী। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ তফাজ্জুল আখতার।

৬৮ পড়েছেন