Sharing is caring!
সীমান্তে দুইজন হত্যা করে ভারত আবারও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে জানিয়েছে খেলাফত মজলিস।শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ত্রৈমাসিক বৈঠকে নেতারা এ কথা বলেন।ভারত মনে করছে নতুন বাংলাদেশের বিরুদ্ধে অপকর্ম চালিয়ে পার পেয়ে যাবে। ফেনী সীমান্তে ২ জন হত্যা করে ভারত আবারও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।বিএসএফের গুলিতে ২ বাংলাদেশিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ভারত তার চিরাচরিত আধিপত্যবাদী আচরণ এখনও বন্ধ করেনি। বিনা উস্কানিতে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে।খেলাফত মজলিসের নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি গোপালগঞ্জে সন্ত্রাসী হামলা ও উত্তরা বিমান দুর্ঘটনা পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করতে অন্তর্র্বতী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা এসব পরিস্থিতির অপব্যবহারের সুযোগ নিচ্ছে।বৈঠকে এই হত্যার জন্য অন্তর্র্বতী সরকারকে ভারতের কাছ থেকে জবাবদিহিতা ও ক্ষতিপূরণ আদায় করার জোর দাবি জানান। একইসঙ্গে সীমান্ত হত্যা বন্ধে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।এ সময় ঐকমত্যের ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের অনুমোদন বাতিলের দাবি জানান তারা।খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।
৭৪ পড়েছেন