Sharing is caring!
দোকানে হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।হামলার শিকার দুই দোকানের মালিক পক্ষ সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন।রবিবার (২৭ জুলাই) সন্ধ্যার দিকে তারা জিন্দাবাজারের জল্লারপার রোডের রায়হান আহমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রায়হান জল্লারপারের খাজা সুপার মার্কেটের তাকওয়া নামক দোকানের জমিদার।এদিকে রাজন আহমদ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত লিজেন্ডের মালিক হাসান ও ইমপ্রেশনের মালিক তপু বিশ্বাস হামলার ব্যাপারে রায়হানকে অভিযুক্ত করে কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন।তিনি আরও জানান, রায়হান আহমদ তাদের ঘনিষ্ঠজন হলেও একজন মাদকাসক্ত। তার বিরুদ্ধে মামলাও রয়েছে।অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।তিনি বলেন, কোতোয়ালি থানাপুলিশ অভিযোগটি তদন্ত করছে।এর আগে, দুপুর আড়াইটার দিকে খাজা সুপার মার্কেটের লিজেন্ড ও ইমপ্রেশন নামক দুটি দোকানে হামলা করেন রায়হানসহ ৪/৫ জন। তাদের সবার হাতে চাইনিজ কুড়াল দাসহ দেশীয় অস্ত্র ছিল বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।হামলার কারণ সম্পর্কে লিজেন্ড ও ইমপ্রেশন দোকানের জমিদার জল্লারপার এলাকার রাজন আহমদ জানান, বাসা (চতুর্থ তলা) থেকে তার বাচ্চা ছেলে একটি বোতল নিচে ফেলে দেয়। সেটি গিয়ে পড়ে তাকওয়ার সামনে। ওই দোকানটির মালিক ও কর্মচারীরা বিষয়টি জমিদার রায়হান আহমদকে অবগত করেন।এরমধ্যে আবার রাজনের সঙ্গে তাকওয়ার মালিক কর্মচারীদের কথা কাটাকাটি হয় এবং অন্যান্য ব্যবসায়ীরা মিলে বিষয়টি মিটমাটও করে দেন। কিন্তু দুপুর আড়াইটার দিকে হঠাৎ রায়হান আহমদ সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে পৌঁছে লিজেন্ড ও ইমপ্রেশনে হামলা ও ভাঙচুর করেন। এতে দোকান দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একজন আহতও হন।খবর পেয়ে কোতোয়ালী থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রায়হান ও তার লোকজন দ্রুত সেখান থেকে কেটে পড়েন।
৭৩ পড়েছেন