• ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মিশিগানে লাল জুলাই স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫
মিশিগানে লাল জুলাই স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

Sharing is caring!

জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের উদ্যোগে মিশিগানে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা। স্থানীয় সময় রোববার (২৭ জুলাই) রাতে মিশিগানের ওয়ারেন সিটির স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।ফোরামের সভাপতি সাহেদুল ইসলামের সভাপতিত্বে, ফোরামের সেক্রেটারী হামিদ খান ও সহকারী সেক্রেটারী ফাহাদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা আ ন ম অহিদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে সাবেক কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরের সাবেক নায়েবে আমীর মাওলানা সুহেল আহমদ, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, আল ফালাহ মসজিদের ইমাম আব্দুল লতিফ আজম, হেমট্রামিক সিটির মেয়র প্রার্থী কাউন্সিলর মুহিত মাহমুদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ মনি দিপু।অনুষ্ঠানে বক্তারা হৃদয়ে বাংলাদেশ, স্মৃতিতে রক্তাক্ত জুলাই কে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আধিপত্যবাদ বিরোধী সকল সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে দেশাত্মবোধক সঙ্গীত ও জুলাই নিয়ে নাটক পরিবেশন করে মিশিগানের রেনেসাঁ কালচারাল গ্রুপের শিল্পীবৃন্দ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কমিউনিটি ব্যক্তিত্ব কামাল রহমান, জুলাই যোদ্ধা দেলোয়ার, বিএনপি নেতা ফখরুল ইসলাম লয়েস, সিডিআর মসজিদের ইমাম মাওলানা নেছার উদ্দিন আহমদ, ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী, জুলাই যোদ্ধা রব্বানী তালুকদার, মইনুল হক, ফরিদ উদ্দিন শিপলু, মাসকুর কাউসার, শাহনেওয়াজ চৌধুরী ও আলবি চৌধুরী প্রমূখ।অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ভাইদের রুহের মাগফেরাত এবং বিগত দিনে ঢাকার মাইলস্টোন স্কুলে নিহত ছাত্র-ছাত্রীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
৬০ পড়েছেন