• ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি-এনামুল হক

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০২৫
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি-এনামুল হক

Sharing is caring!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলেছেন,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।বিএনপি গত দেড়যুগ ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে আসছে। বিএনপির ধারাবাহিক আন্দোলনের ফসল হচ্ছে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দুই হাজার ছাত্র-জনতার রক্ত বৃথা যেতে দেয়া যাবেনা। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে। নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্থ হলে পতিত ফ্যাসিবাদী শক্তি ফের মাথাছাড়া দিয়ে উঠতে পারে।তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রকে সুসংহত করেছেন। ফ্যাসিবাদী শাসনে বিধ্বস্ত গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন। এই ৩১ দফার ভিত্তিতে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে।তিনি বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের সিলেট আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।এর আগে তিনি সকালে উপজেলার লক্ষণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়, বিকেলে ফুলসাইন্দ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এছাড়া তিনি ফুলসাইন্দ ও পুরকায়স্থ বাজারে পৃথক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসুচীতে অংশ নেন।আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউর রহমান শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিনের পরিচালনায় ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল খালিক, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুসেদ আহমদ, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান দারা, সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ রাসেল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, যুবদলের সহ-সাংগঠনিক শফি খান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজির উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেনাজ উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাজন আহমদ, টিপলু আহমদ, আব্দুল আহাদ ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান।উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ আলী, ছালেহ আহমদ, শেনাজ উদ্দিন, আনু মিয়া, আব্দুস সালাম, শরীফ উদ্দিন, মোবারক আলী, বাবুল আহমদ, মাস্টার গিয়াস উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান রিপন, আশফাক আহমদ চৌধুরী, যুবদল নেতা ফখরুল আহমদ, জাহেদ আহমদ, দুলু মিয়া, মঞ্জুর আহমদ, মান্না আহমদ, বাবলু আহমদ, আশফাক আহমদ। পৃথক অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা ও লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

৬৩ পড়েছেন