Sharing is caring!
নগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সক্রিয় আওয়ামী লীগ কর্মী ও একাধিক মামলার এজাহারভূক্ত আসামি রানা মিয়া রনুকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।বুধবার (৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সিলেটের বরইকান্দি এলাকা থেকে থাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার বড়ইকান্দি এলাকার তুরুন মিয়ার ছেলে রানা মিয়া রনু (৩৮)।জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সক্রিয় আওয়ামীলীগ কর্মী ও একাধিক মামলার এজাহারভূক্ত আসামি ও রানা মিয়া রনুকে সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে দক্ষিণ সুরমা থানাধীণ বড়ইকান্দি ১নং রোড এর তাসফিয়া এন্টারপ্রাইজ নামীয় দোকান হতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার, এফআইআর নং-৫, তারিখ- ০৪ সেপ্টেম্বর, ২০২৪; ধারা- 147/148/149/324/326/114/34 The Penal Code, 1860; তৎসহ 3/4 The Explosive Substances Act, 1908, কোতোয়ালী মডেল থানার, এফআইআর নং-১০, তারিখ- ০৫ অক্টোবর, ২০২৪, ধারা 148/149/323/325/326/307/109/114, The Penal Code, 1860; তৎসহ 3/4 The Explosive Substances Act, 1908, দক্ষিণ সুরমা থানার, এফআইআর নং-১২, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ধারা- 143/147/148/149/323/324/325/326/307/114/34 The Penal Code, 1860; তৎসহ 3/4 The Explosive Substances Act, 1908; এজাহারে অভিযুক্ত আসামী। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সক্রিয় আওয়ামী লীগ কর্মী ও একাধিক মামলার এজাহারভূক্ত আসামি রানা মিয়া রনুকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
৬০ পড়েছেন