Sharing is caring!
দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেট মহানগরীর মোগলাবাজার এলাকার একটি পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই ব্যক্তি মোগলাবাজার থানাধীন সিরাজপুর এলাকার সোনাই মিয়া (৭৩)।মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১টার দিকে শ্রীরামপুর এলাকার মসজিদের পাশের একটি পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। জানা যায়, গত ২২ আগস্ট বিকেলে নিহত সোনাই মিয়া শ্রীরামপুর এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। বিকেলের দিকে শ্রীরামপুর এলাকায় মসজিদের পাশের একটি পুকুরে ওজু করতে নামেন সোনাই মিয়া। এমতাবস্থায় হঠাৎ করে তিনি পানিতে তলিয়ে যান। পরবর্তীতে মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১টার দিকে সিলেট মহানগরীর মোগলাবাজারের ৪২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর এলাকায় মসজিদের পাশের পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। তিনি শারীরিক ও মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১টার দিকে শ্রীরামপুর এলাকার মসজিদের পাশের একটি পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।’
২১ পড়েছেন