Sharing is caring!
হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ৩ ভাইকে কুপিয়ে জখম করেছে তাদের চাচাতো ভাই। এতে এক ভাই নিহত ও নারীসহ ৩ জন আহত হয়েছেন। এই হত্যাকান্ডের মূল আসামি ইমরান আহমদ (৩০) সিলেট নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (৩১ আগস্ট) ভোর রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই ঘটনায় আটক করা হয়েছে সাইদুর রহমানের চাচা রকিব আলী ও তার ছেলে ইমরানকে।গ্রেফতারকৃত ইমরান আহমদ শাহাপুর গ্রামের রকিব আলী ওরফে আব্দুর রকিবের ছেলে।জানা যায়, , নিহত সাইদুর রহমান ও তার ভাইদের একটি হাঁসের খামার ছিল। সম্প্রতি ইমরান ধানক্ষেতে বিষ প্রয়োগ করলে হাঁসগুলো সেখানে গিয়ে খাবার খায় এবং এতে প্রায় ১০-১৫টি হাঁস মারা যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বলেন, হত্যাকান্ডের মূল আসামি ইমরান আহমদ (৩০) সিলেট নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার পর নিহতের স্বজনরা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে ইমরান ও তার বাবাকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর শাহাপুর গ্রামে কথাকাটাকাটির একপর্যায়ে ইমরান ধারালো অস্ত্র দিয়ে সাইদুর রহমান ও তার দুই ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাইদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দুই ভাই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় ধস্তাধস্তিতে ইমরানের মা-ও গুরুতর আহত হন।
৩ পড়েছেন