Sharing is caring!
ভারতীয় হিন্দি টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে মারা গেছেন ।রোববার (৩১ আগস্ট) সকালে মুম্বাইয়ের মিরা রোডের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৮ বছর। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।জানা গেছে, গত কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন প্রিয়া। চিকিৎসাধীন থাকলেও সুস্থ হয়ে উঠতে পারেননি। রবিবার (৩১ আগস্ট) সকালে দীর্ঘ দিনের অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।প্রিয়া শুধু একজন অভিনেত্রী নন, একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ানও ছিলেন।‘কসম সে’ ধারাবাহিকের মাধ্যমে হিন্দি ইন্ডাস্ট্রিতে পা রাখা প্রিয়া ‘কমেডি সার্কাস’-এর প্রথম সিজনেও অংশ নিয়েছিলেন। যদিও টিভি ধারাবাহিকের মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেন। বিশেষ করে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিক তাকে বেশি খ্যাতি এনে দেয়। দুটো সিনেমায়ও অভিনয় করেছেন প্রিয়া।১৯৮৭ সালের ২৩ এপ্রিল মহারাষ্ট্রের থানে জন্মগ্রহণ করেন প্রিয়া। মুম্বাইয়ে বেড়ে ওঠা প্রিয়া ২০০৬ সালে মারাঠি ইন্ডাস্ট্রি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরবর্তীতে হিন্দি ভাষার ‘পবিত্র রিশতা’, ‘তু তিথে মে’, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘উত্তরণ’, ‘ভাগে রে মন’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন তিনি। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অঙ্কিতা লোখান্ডের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।
৫ পড়েছেন