• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নির্বাচন ঘিরে ফেসবুকে নতুন একটি ভিডিওবার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫
নির্বাচন ঘিরে ফেসবুকে নতুন একটি ভিডিওবার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার

Sharing is caring!

আসন্ন ত্রয়োদশ নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন একটি ভিডিওবার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওবার্তাটি প্রচার করা হয়।ওই ভিডিও বার্তায় ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের প্রত্যাশা’ বিষয়টি তুলে ধরেন সিইসি।সেখানে এ এম এম নাসির উদ্দিন বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য একটি মাইলফলক হতে যাচ্ছে। একদিকে সারা বিশ্ব যেমন নির্বাচনটির দিকে তাকিয়ে আছে, অন্যদিকে পুরো দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।তিনি বলেন, আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।ভিডিও বার্তায় জনগণকে উৎসাহ দিয়ে সিইসি আরও বলেন, আপনার ভোট আপনার শক্তি। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরও ভোট প্রয়োগে উৎসাহিত করুন।

৪৬ পড়েছেন