Sharing is caring!

গাছপালার শাখা প্রশাখা কাটার জন্য বুধবার (১৭ ডিসেম্বর) সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না।সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৭টার থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি মুক্তিরচর ফিডারের আওতাধীন কুশিঘাট, সোনাপুর নয়াবস্তী, শাহপরাণ হাউজিং, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, আমদরপুর ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।সাটডাউন চলাকালীন নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে।তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সার্বিক সহয়োগীতা চেয়েছেন।নির্ধাতির সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক।
৩ পড়েছেন