• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৫
আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে

Sharing is caring!

আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে ‘আফতাব রিজিওনাল মিট’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ নভেম্বর) সিলেটে সিইও মাহাবুবুর রহমান সরকার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল এই অঞ্চলের ডিলার ও খামারিদের জন্য গুণগত মানসম্মত ফিড নিশ্চিত করা যা একই সাথে এন্টিবায়োটিক ও হরমোনমুক্ত নিরাপদ ফিড।তাঁর সুনির্দিষ্ট লক্ষ্য ছিল: স্থানীয় পরিবেশকদের সাথে নিয়ে খামারিদের সরাসরি সহায়তা এবং দেশের অর্থনীতিকে গতিশীল করা।অপারেশন; দাউদ হেলাল ফাহিম-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।কর্মসূচি সফলভাবে এগিয়ে নিতে আফতাব-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এজিএম টেকনিকাল সেলস (ফিশ); সাব্বির আনোয়ার, নিউট্রিশনিস্ট: সৈয়দ আকাশ, সিলেটের আরএসএম মো: জাকির হোসেন সহ সিলেট সেলস টিম।

৪৩ পড়েছেন