• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা

admin
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৩
পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা

Sharing is caring!

সিলেট এইজ : বাংলাদেশ পুলিশের ৪০ জন কর্মকর্তাকে বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এরমধ্যে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৩৩ জন ছাড়াও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার ৭ জন কর্মকর্তা রয়েছেন।মঙ্গলবার (১০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের এই পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে সই করেন জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখার উপ-সচিব সিরাজাম মুনিরা। প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাদের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পদোন্নতিপ্রাপ্ত ক্যাডার পদে যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে। সেই সঙ্গে জনস্বার্থে জারি করা এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।
৬২৮ পড়েছেন