Sharing is caring!
সিলেট এইজ: বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০-এর মঙ্গল শোভাযাত্রা ও সমাবেশ করেছে সুনামগঞ্জ উদীচী ও খেলাঘর আসর। শুক্রবার সকাল ১০ টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘরের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।‘সাম্য ও সম্প্রতির বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই’ স্লোগানকে ধারণ করে সমাবেশে বক্তারা বলেন, মঙ্গল শোভাযাত্রা আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য। এখন এটি ওয়ার্ল্ড মেমোরি অব হেরিটেজের অন্তর্ভুক্ত। ফলে এই সাংস্কৃতিক ঐতিহ্যটি আন্তর্জাতিক সম্প্রদায়ের। বিশ্বের প্রতিটি জনগোষ্ঠীর জন্য এটি অসাধারণ সম্পদ। এর রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ ও সকলের মাঝে ছড়িয়ে দেওয়া এখন সকলের সম্মিলিত দায়িত্ব। মৌলবাদী শক্তি বাঙালির এই ঐতিহ্যের উপর আঘাত আনতে চায়। সাম্প্রদায়িক গোষ্ঠী বিভিন্ন ছলছাতুরি করে মঙ্গলশোভা যাত্রা বন্ধ করতে চেয়েছে। অসাম্প্রদায়িক বাংলায় এটি কোনোভাবেই সম্ভব নয়। সমাবেশ প্রয়োজনে রক্ত জড়িয়ে হলেও বাংলা ও বাঙালি সংস্কৃতিকে টিকিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।সুনামগঞ্জ খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা উদীচীর সহসভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টু, সঞ্চিতা চৌধুরী, সুনামগঞ্জ সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমেদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ। এদিকে, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা এই স্লোগানকে সামনে রেখে পহেলা বৈশাখ বরণে মঙ্গল শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন। শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মো এহসান শাহ, জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার প্রমুখ।
১৭৬ পড়েছেন