Sharing is caring!
সিলেট এইজ : সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নের্তৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সহকারী পুলিশ সুপার, কানাইঘাট সার্কেল, সিলেটের অলক কান্তি শর্মা এর নির্দেশনায় অফিসার ইনচার্জ, কানাইঘাট থানার গোলাম দস্তগীর আহমদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আলমাহমুদ আদনান, এসআই(নিঃ)/ মোঃ সোহেল মাহমুদ, এসআই(নিঃ)/ অরূপ সাগর গুপ্ত কমল, এসআই(নিঃ)/ মজিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ কানাইঘাট থানার একটি অভিযানিক দল কানাইঘাট থানাধীন কানাইঘাট পৌরসভার অন্তর্গত উক্তর গোবিন্দপুর সাকিনে অদ্য ২০/০৭/২০২৩খ্রিঃ তারিখ রাত ০০.৪৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে আসামী আজমল হোসেন @ কালা (৩০), পিতা- মৃত আব্দুল জলিল, সাং- নিজ চাউরা উত্তর, বর্তমান সাং- উত্তর গোবিন্দপুর (সামছুদ্দিন, পিতা- মৃত আব্দুল মজিদ এর ভাড়াটিয়া), থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে তাহার ভাড়াটিয়া বাসা হইতে ২১০ (দুইশত দশ) বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কানাইঘাট থানার মামলা নং- ১১, তারিখ- ২০/০৭/২০২৩খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ২৪(খ) রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
৬০৬ পড়েছেন