• ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে পেট্টোল দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় ১ জনের ফাঁসি অপর জনের যাবজীবন কারাদন্ড

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০২৩
বিশ্বনাথে পেট্টোল দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় ১ জনের ফাঁসি অপর জনের যাবজীবন কারাদন্ড

Sharing is caring!

সিলেট এইজ: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়নের রহিমপুর গ্রামে পরকিয়ার ঘটনা দেখে ফেলার জেরে ২০১৮ সালের ২৮ আগষ্ট গভির রাতে বসতঘরে পেট্টোল দিয়ে পুড়িয়ে চম্পা বেগম (৪৫) নামের এক মহিলাকে হত্যাকান্ডের ঘটনায় বৃহস্পতিবার (১০আগষ্ট ২০২৩) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিজ্ঞ বিচারক শায়লা শারমিন। রায়ে আরশ আলী (৩৭) নামের একজনকে ফাঁসি ও তার সহযোগী রেহানা বেগম (২৫) কে যাবতজীবন কারাদন্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শায়লা শারমিন। এছাড়া ৪৩৬/৩৪ ধারায় দুজনকে আরো ৭ বছর এবং ৩০৭ ধারায় আরো ১০ বছরের কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ের ৫ মাসের কারাদন্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি এডভোকেট আব্দুস সাত্তার।
জানা যায়, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়নের রহিমপুর (পূর্বপাড়া) গ্রামে আরশ আলী (৩৭) ও রেহানা বেগম (২৫) এর সাথে দীর্ঘ দিন থেকে পরকিয়া সম্পর্ক চলে আসছিলো। সেই বিষয়টি দেখে ফেলে নিহত চম্পা বেগমের স্বামী ফারুক মিয়া। ঘটনাটি জানাজানি হলে এ নিয়ে এলাকায় সালিস বৈঠক হয়। সেই বৈঠকে আরশ আলী(৩৭), তার সহযোগী আবরুছ আলী, রেহানা বেগম প্রকাশ্য চম্পা বেগম ও তার স্বামী ফারুক মিয়াকে হত্যার হুমকি দেন। এনিয়ে উভয় পরিবারের মধ্যে মনোমালিন্য দেখা দিলে। ২০১৮ সালের ২৮ আগষ্ট গভির রাতে ফারুক মিয়া ও চম্পা বেগমের ঘরেই সবাই ঘুমিয়ে পড়লে আরশ আলী (৩৭) ও রেহানা বেগম (২৫) এর সহযোগীতায় ঘুমন্ত চম্পা বেগমের বসত ঘরে পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে চম্পা বেগম (৪৫) তার স্বামী ফারুক মিয়া, ছেলে ইমরান আহমদ (১৩) নিজাম উদ্দিন (১১) মেয়ে রিপা বেগম (১৮) আগুনে দ্বগ্ধ হয়। চিৎকারসহ আগুন দেখে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চম্পা বেগমের অবস্থায় আশঙ্কা জনক হওয়ায় তাকে ঢাকায় বার্ড হাসপাতালে প্রেরন করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের ভাই শফিক মিয়া বাদী হয়ে বিগত ১৭/৯/২০২৮ ইং তারিখে আরশ আলী ও রেহানা বেগমকে আসামী করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহা বিশ্বনাথ থানার মামলা নং ২১, তারিখ (১৭/৯/২০১৮ ইং। উক্ত মামলাটি পরপর তিনজন তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত করে ২৩/৩/২০১৯ ইং তারিখে সিলেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। যাহা নং: ৫২ ধারা ৩২৪/৩২৮/৩০৭/৩০২/৪৩৬/৪২৭/৫০৬(২)৩৪। সেই মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমান শেষে আজ ১০ আগষ্ট বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শায়লা শারমিন উক্ত মামলার রায় ঘোষণা করেন।
মামলাটি রাষ্টপক্ষে শুনানি করেন, এপিপি আব্দুস সাত্তার, এডিশনাল পিপি দিনা ইয়াসমিন, এডিশনাল পিপি এমদাদ হোসেন। মামলাটি বিবাদী পক্ষে পরিচালনা করেন এডভোকেট বদরুল ইসলাম।

৬৭০ পড়েছেন