Sharing is caring!
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের নিজ লেঙ্গুড়া গ্রামে বসতবাড়ির থেকে জোরপূর্বক গাছ কাঠতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন হোসাইন আলীর ছেলে জমসেদ আলী ও তার স্ত্রী রুবিয়া বেগম। আহতদের মুমুর্ষ অবস্থায় চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হামলার স্বীকার জমসেদ আলী ও তার স্বজনরা।
জানা যায়, গত ২৯/৫/২০২৪ ইং বুধবার লেঙ্গুড়া গ্রামের হোসাইন আলীর ছেলে জমসেদ আলীর নিজ বসত বাড়ীর জমি জবর দখল করে তার লাগানো গাছপালা কেঠে নিয়ে যাচ্ছিলেন একই গ্রামের মৃত একরাম আলীর ছেলে ইয়ানিছ আলী, ছয়ফুল ইসলাম, শহিদ আহমদ, ছয়ফুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন এবং মৃত নুর মিয়ার ছেলে জাহেদ আহমদ ও খালিক মিয়ার ছেলে মাসুক আহমদ, মৃত আতাফুল মিয়ার ছেলে জাকারিয়া আহমদ, ফয়ছল আহমদ, শাহেদ আহমদ এবং ইয়ানিছের স্ত্রী রোশনা বেগম।
গাছ কাটার ঘটনাটি দেখে গাছ কাটতে বাধা দেন জমসেদ আলীর স্ত্রী রুবিয়া বেগম (৪২)। গাছ কাটতে বাধা দেওয়ায় এসময় উপরোক্ত ব্যক্তিরা সঙ্গবদ্ধ ভাবে দেশীয় অস্ত্র দা-কুড়াল, সাবল নিয়ে জমসেদ আলীর স্ত্রী রুবিয়া বেগমের উপরে হামলা করে। এ সময় স্ত্রীর চিৎকার শুনে স্বামী জমসেদ আলী এগিয়ে গেলে সঙ্গবদ্ধ চক্রটি তার উপরও হামলা করে বসে। হামলাকারীরা জমসেদ আলী ও তার স্ত্রী রুবিয়া বেগমকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাথায়, হাত-পা এবং শরিরের বিভিন্ন অংশে মারাত্বক রক্তারক্ত যখম করে, দুজনকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে নির্বিঘেœ চলে যায়। হামলার সময়ের শুর চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীসহ স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা বেগতিক দেখে আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত জমসেদ আলী ওসমানী হাসপাতালের ২৭ নং ওয়ার্ডে এবং রুবিয়া বেগম ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছেন।
৩৪৮ পড়েছেন