Sharing is caring!
স্টাফ রির্পোটার: নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসাবে এসএমপি উপ-পুলিশ কমিশনার (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় গত ৩১মে বিকাল ৬টায় মহানগর গোয়েন্দা পুলিশের টিম-০১ ও টিম -০২ এর যৌথ অভিযানে এসএমপি শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুর সুরমা গেইট টু শ্রীরামপুর বাইপাস সড়কস্থ হযরত শাহপরাণ (রহ.) সেতুর উত্তরাংশের উপর হতে ১৪৫৮ (এক হাজার চারশত আটান্ন) বস্তা ভারতীয় চিনি, যার মূল্য অনুমান ৮৭লাখ ৪৮হাজার টাকা। সহ মালামাল বহনের কাজে ব্যবহৃত ৫টি ট্রাকসহ ৯ চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটককৃত চোরাকারবারিরা হলো চাপাইনবাবগঞ্জ জেলার চাপাইনবাবগঞ্জ সদর থানার গোড়াপাখিয়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে ওবায়দুর রহমান। একই জেলার শিবগঞ্জ থানার লয়েলাভাঙ্গা গ্রামের মো. ছহুবুল আলীর ছেলে শাওন আলী,রাজশাহী জেলার গোদাগাড়ি থানার ভগবন্তপুর গ্রমের আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানারমোহিদীপুর (রসুলপুর)ও গ্রামে সেন্টু আলীর ছেলে মো.জুয়েল মিয়া, একই এলাকার রসুলপুর গ্রামের মফিজ মন্ডলের ছেলে নুরুল ইসলাম। রাজশাহী জেলার রাজপাড়া থানার বালিয়ার মোড় গ্রামের ওয়াজ আলীর ছেলে সাগর হোসেন। একই জেলার কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রামের মাছুম আলীর ছেলে সুজন আলী, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চন্ডিপুর হাউজ নগর গ্রামের আব্দুল কাদের জিলানীর ছেলে মামরোজ আলী, একই থানার চন্ডিপুর গ্রামের টুটুল মিয়ার ছেলে মারুফ আলী। উক্ত আসামীদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দাখিল করে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
৪৯২ পড়েছেন