• ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লাপাত্তা সুনামগঞ্জের মুকুট, সিএনজি ফিলিং স্টেশন বন্ধ

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৪
লাপাত্তা সুনামগঞ্জের মুকুট, সিএনজি ফিলিং স্টেশন বন্ধ

Sharing is caring!

স্টাফ রির্পোটার: গ্যাস বিল বকেয়া থাকায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের মালিকাধীন একটি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এণ্ড ডিট্রিবিউশন সিস্টেম লিমিটেড। সেই ফিলিং স্টেশনের নাম সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন। ষ্টেশনটির কাছে ২ কোটি ৩৭ লাখ টাকা বকেয়া পাওনার দাবি জালালাবাদ গ্যাস কতৃপক্ষের। বুধবার (১৪ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির উচ্চ পর্যায়ের একটি টিম সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিট্রিবিউশন সিস্টেম লিমিটেড সুনামগঞ্জের আবাসিক ব্যবস্থাপক শফিকুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বকেয়া থাকায় এই সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করা দেয়া হয়েছে। সিএনজি ফিলিং ষ্টেশনের কাছে ৩ মাসের গ্যাস বিল বকেয়া পাওনা রয়েছে। প্রসঙ্গত, সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়ে আছেন ফিলিং ষ্টেশনের মালিক নুরুল হুদা মুকুট।

১৮৮ পড়েছেন