• ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতক উপজেলার আওয়ামী লীগ নেতা গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৪
ছাতক উপজেলার আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Sharing is caring!

ছাতক উপজেলার ৪নং কালারুকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অদুদ আলমকে (৫৬) সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে সিলেটের জালালাবাদ থানার একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অদুদ আলম সুনামগঞ্জ জেলার ছাতকের কালারুকা গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএসপি মো. মশিহুর রহমান সোহেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অদুদকে সিলেট কোতোয়ালি থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

৪ আগস্ট সিলেটে ছাত্র-জনতার আন্দোলনকালে মহানগরের চারাদিঘীর পাড়ে তাদের উপর হামলা ও নাশকতার অভিযোগে ৩ সেপ্টেম্বর আদালতে নাশকতা, সহিংসতা ও হত্যাচেষ্টা-মামলায় (কোতোয়ালি থানার এফআইআর নং-০৬/৪০৫) ৪৫ নং আসামি তিনি।

১৫৩ পড়েছেন