• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেরপুরে তক্ষকসহ আটক ২

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২
শেরপুরে তক্ষকসহ আটক ২

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: অবৈধভাবে তক্ষক ক্রয়-বিক্রয়ের সময় দুজনকে আটক করেছে র‌্যাব। বুধবার (২১ ডিসেম্বর) দিনগত রাতে শেরপুরের শ্রীবরদী থানার সিংগাবরুন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক দুজন হলেন শ্রীবরদী থানার মাটিফাটা এলাকার মৃত রশিদ গাজীর ছেলে সুজন (৩৮) ও মাধবপুর এলাকার তারা মিয়ার ছেলে আলী হোসেন (২৮)।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ ছিল কর্ণজোড়া পশ্চিম বাজার সংলগ্ন গরুর হাটের পাকা রাস্তার ওপর কয়েকজন জীবিত তক্ষক অবৈধভাবে ক্রয়-বিক্রয় করছেন। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। তক্ষকটির দাম আনুমানিক ১৮ লাখ টাকা বলে দাবি করেছে র‌্যাব। র‌্যাব কর্মকর্তা আশিক উজ্জামান জানান, আটকদের শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়েছে।

৫৯৫ পড়েছেন