• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

‘পাঠান টু’ নিয়ে বড় আপডেট দিলেন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৪
‘পাঠান টু’ নিয়ে বড় আপডেট দিলেন

‘পাঠান টু’ নিয়ে বড় আপডেট দিলেন

Sharing is caring!

বক্স অফিসে হাজার কোটি পেরিয়ে গিয়েছিল ‘পাঠান’ সিনেমাটির কালেকশন।

এবার শুরু হয়েছে সিকুয়েলের কাজ। ‘পাঠান টু’ নিয়ে বড় আপডেট দিলেন আব্বাস টায়ারওয়ালা।

যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম সিনেমার কাহিনি লিখেছিলেন আব্বাস। দ্বিতীয়টিরও গল্পও তিনি লিখেছেন। গল্প লেখার পরে এবার শুরু হয়েছে সংলাপ লেখার কাজ। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

এদিকে শাহরুখের ‘কিং’ সিনেমাটি নিয়েও আপডেট দিয়েছেন আব্বাস। জানিয়েছেন, সংলাপ লেখার কাজ তিনি শুরু করেছেন। সুজয় ঘোষের সঙ্গে এটাই প্রথম সিনেমা শাহরুখের। সুহানা খানের প্রথম সিনেমাও হতে চলেছে এটি। বাবা ও মেয়েকে একসঙ্গে দেখতেও মুখিয়ে রয়েছেন ভক্তরা।

তবে সিনেমাতে খলনায়কের চরিত্রে কে থাকছেন কিংবা পরিচালনা কে করবেন তা অবশ্য জানাননি আব্বাস। তবে এটা নিশ্চিত যে, সিদ্ধার্থ আনন্দ এর পরিচালক থাকবেন না। কেননা তার হাতে রয়েছে শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’। ফলে অন্য কারও হাতেই থাকতে পারে ‘পাঠান টু’ পরিচালনার দায়ভার। সিনেমাটি কবে মুক্তি পাবে, সে ব্যাপারেও কিছু বলেননি আব্বাস টায়ারওয়ালা।

৩০৫ পড়েছেন