• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৪-সেরা অভিনেত্রীর কারিনা

admin
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪
ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৪-সেরা অভিনেত্রীর কারিনা

Sharing is caring!

মুম্বাইয়ে গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৪’। এ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পঞ্চম আসরে হাজির হয়েছিলেন নামিদামি অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, টেকনিক্যাল ক্রুসহ অনেকেই।

অনুষ্ঠানে সিনেমা এবং ওয়েব সিরিজের জন্য মোট ৩৯ বিভাগে তারকাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কারিনা কাপুর পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

এবার ‘হীরামান্ডি’, ‘চমকিলা’, ‘দ্য রেলওয়ে ম্যান’র মতো সিনেমাগুলোর জয়জয়কার দেখা গেল। চলতি বছর সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ।

আসুন দেখে নেওয়া যাক ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৪’র বিজয়ীদের তালিকা—

সেরা অভিনেত্রী, ড্রামা: মনীষা কৈরালা (হীরামান্ডি)

সেরা অভিনেতা, কমেডি: রাজকুমার রাও (গানস অ্যান্ড গুলাবস)

সেরা সিরিজ: দ্য রেলওয়ে ম্যান

সেরা অভিনেত্রী, কমেডি: গীতাঞ্জলি কুলকার্নি (গুল্লক ৪)

সেরা অভিনেতা, ড্রামা: গগন দেব (স্ক্যাম ২০০৩)

সেরা অরিজিন্যাল সাউন্ড ট্র্যাক: সঞ্জয় লীলা বানসালি, রাজা হাসান, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় (হীরামান্ডি)

সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী, অমিত রায় (হীরামান্ডি)

ফিল্ম ক্যাটাগরি

সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম: অমর সিং চমকিলা

সেরা পরিচালক: ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)

সেরা সহ-অভিনেত্রী: ওয়ামিকা গাব্বি (খুফিয়া)

সেরা অভিনেত্রী: কারিনা কাপুর খান (জানে জান)

সেরা সিনেমা: জানে জান

সেরা অভিনেতা, সিনেমা: জয়দীপ আওলাত

সেরা অভিনেত্রী, সিনেমা: অনন্যা পাণ্ডে

সেরা সিরিজ অভিনেতা: কে কে মেনন (মুম্বাই মেরি জান)

সেরা সিরিজ অভিনেত্রী: হুমা কুরেশি

সেরা অভিনেতা: দিলজিৎ দোসাঞ্ঝ (অমর সিং চমকিলা)

সেরা সহ-অভিনেতা: জয়দীপ আহলাওয়াত (মহারাজ)

সেরা সংলাপ: ইমতিয়াজ আলি, সাজিদ আলি (অমর সিং চমকিলা)

সেরা চিত্রনাট্য: অমর সিং চমকিলা

সেরা মিউজিক: এ আর রহমান (অমর সিং চমকিলা)

ক্রিটিকস ক্যাটাগরি

সেরা সিরিজ: গানস অ্যান্ড গুলাবস

১০৩ পড়েছেন