• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বড় পর্দায় পা রাখছেন-মেহজাবীন চৌধুরী

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪
বড় পর্দায় পা রাখছেন-মেহজাবীন চৌধুরী

Sharing is caring!

ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয়গুণে নজর কেড়েছেন দর্শকদের। দীর্ঘদিন ধরেই মেহজাবীনকে চলচ্চিত্রে দেখতে চাচ্ছিলেন তার ভক্তরা।ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

গণমাধ্যমে মেহজাবীন বলেন, শুরু থেকে আমার পাশে ছিলেন দর্শক। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত যত গল্প ও চরিত্রে অভিনয় করেছি সবগুলোই ইতিবাচকভাবে নিয়েছেন তারা। দর্শকদের ভালোবাসার জন্যই এতদূর আসতে পেরেছি।

অবশেষে ভক্তদের সেই আশা পূরণ হতে যাচ্ছে—বড় পর্দায় পা রাখছেন অভিনেত্রী। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। এই সিনেমা দিয়েই প্রথমবার বড়পর্দায় দেখা যাবে তাকে।

অভিনেত্রী আরও বলেন, আমার বিশ্বাস দর্শক আমার সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যাবেন। তারা আমার কাজ পছন্দ করবেন। আন্তর্জাতিক দর্শকদের প্রশংসা পেয়ে আমার ভালো লেগেছে, কিন্তু আমি অপেক্ষা করছি দেশের দর্শকদের প্রতিক্রিয়ার জন্য। তাদের প্রতিক্রিয়া আমার জন্য বড় উপহার।

ইতোমধ্যে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে প্রদর্শিত হয়েছে ‘প্রিয় মালতী’। দুই উৎসবেই অফিসিয়ালি নির্বাচিত হয়ে সবার প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

এটি নির্মাণ করেছেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তার গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এতে নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সবাই কানেক্ট করতে পারবেন। সময়টা অন্যরকম, সবখানেই সংস্কার চলছে। আমার সিনেমাতেও সংস্কারের আবেদন অন্তর্নিহিত আছে। আশা করছি দেখার পর দর্শকদের ভালো লাগবে সিনেমাটি।

প্রসঙ্গত, ‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন, নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।

৬০ পড়েছেন