• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থা উন্নতির দিকে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৫
কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থা উন্নতির দিকে

Sharing is caring!

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এক বছর পর মঞ্চে ফিরেছিলেন শুক্রবার (৩১ জানুয়ারি)। তবে গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়েন এই কণ্ঠশিল্পী।

গায়িকার অসুস্থতার খবরে জন্য উৎকণ্ঠায় দিন কাটছিল অনুরাগীদের। এবার অবশ্য স্বস্তির খবর, সাবিনার শারীরিক অবস্থা উন্নতির দিকে। হাসপাতালে টানা দুই দিনের চিকিৎসা শেষে তাকে বাসায় ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) তাকে বাসায় নেওয়ার কথা রয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

গণমাধ্যমের কাছে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠজন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ। তিনি বলেন, সাবিনা আপা ঠিকঠাক আছেন। আপাতত কোনো সমস্যা নাই যদি, তারপরও চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন। রোবাবার (২ জানুয়ারি) সিদ্ধান্ত হয়েছে, আজকেই তিনি বাসায় ফিরতে পারবেন।

এদিকে, অসুস্থ হওয়ার পর থেকেই সামাজিকমাধ্যমে সাবিনা ইয়াসমীনকে নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন, আইসিইউ-তে ভর্তি তিনি! তবে গায়িকার মেয়ে জানালেন, আইসিইউ-তে নয়, আম্মা চিকিৎসাধীন রয়েছেন হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ)।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি। এ সময় চিকিৎসাতেও ছিলেন সাবিনা।

এর আগে, সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ জানান, সাবিনা ইয়াসমিনের ভার্টিগো সমস্যা আছে। মঞ্চে গান গাইতে গাইতে ভার্টিগোর সমস্যায় পড়েন। মাইক্রোফোন স্ট্যান্ড হাত ধরে রাখতে পারছিলেন না। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, সাবিনা ইয়াসমিন এখন ভালো আছেন।

৫৯ পড়েছেন