• ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

১২ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

admin
প্রকাশিত মে ১১, ২০২৫
১২ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

Sharing is caring!

গৃহকর্তা মাসুদ রানার (৪৫) বিরুদ্ধে ১২ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে । ওই গৃহকর্মীর বাবার অভিযোগের ভিত্তিতে মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গৃহকর্মীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।শিশুটির বাবা বলেন, আমি পেশা একজন রিকশাচালক। আমার শ্বশুরবাড়ির আত্মীয় মাসুদ রানা নামের ওই ব্যক্তিকে বাসায় কাজে দেই। সে সেখান থেকে চলে আসলে গৃহকর্তা তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে চায়। কিন্তু ভিকটিম গৃহকর্মী জানায় সেখানে আর কাজ করতে চায় না। বাসায় এসে সে খাওয়া দাওয়া করে না ঠিকমতো। এরপর পাশের এক প্রতিবেশীর কাছে সে জানায় ওই বাসার মাসুদ রানা তার সঙ্গে খারাপ কাজ করেছে।বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ১৪ নম্বরের একটি বাসার ৪ তলায় ১২ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করেছে গৃহকর্মী বাবা। এ ঘটনায় ওই বাসায় গৃহকর্তা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার মাসুদকে আদালতে পাঠানো হয়েছে।রোববার (১১ মে) দুপুরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।ওসি বলেন, চলতি মাসে মাসুদ নামে ওই ব্যক্তির বাসায় কাজ করতে যান গৃহকর্মী। গৃহকর্তা গত ২ মে রাতে ওই শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। পরে বিষয়টি পরিবারকে জানালে রাতে মামলা করে শিশুটির বাবা।এ ঘটনায় গৃহকর্তা মাসুদ রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। এ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

২৭ পড়েছেন