• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অবৈধভাবে চালানো একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা কর্মচারি ও মালিকের ছেলেকে কারাদণ্ড

admin
প্রকাশিত মে ১৮, ২০২৫
অবৈধভাবে চালানো একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা কর্মচারি ও মালিকের ছেলেকে কারাদণ্ড

Sharing is caring!

অবৈধভাবে চালানো একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির এক কর্মচারি ও মালিকের ছেলেকে কারাদণ্ড দেয়া হয়।রোববার (১৮ মে) দুপুরে হবিগঞ্জ শহরে সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদ উল্লাহ।তিনি জানান, সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই, প্যাথলজিস্ট নেই, রেইট চার্ট নেই। এসব অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালানো হয়।পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের একটি টিম।এ সময় প্রতিষ্ঠানটির মালিকের ছেলে আজিজুল মিয়াকে ১ মাস এবং কর্মচারি লিলি চৌধুরীকে ১০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।

৬৯ পড়েছেন