• ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কালো জাদু’, জ্বীন-ভূত-প্রেতে বিশ্বাস করেন-কাজল

admin
প্রকাশিত জুন ২৮, ২০২৫
কালো জাদু’, জ্বীন-ভূত-প্রেতে বিশ্বাস করেন-কাজল

Sharing is caring!

খোলামেলা কথা বলতে পছন্দ করেন বলিউড তারকা কাজল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, তিনি ‘কালো জাদু’, জ্বীন-ভূত-প্রেতে বিশ্বাস করেন। ব্যক্তিগত জীবনে এক ভয়ংকর অভিজ্ঞতার কারণে এই বিশ্বাস তার মধ্যে গড়ে উঠেছে।তবে নিজের সেই অভিজ্ঞতা বিস্তারিত না জানালেও কাজল বলেন, তিনি এ ধরনের বিষয় নিয়ে কৌতূহলী এবং সম্মানজনক দূরত্ব বজায় রেখে চলেন।ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, কাজল বলেন, আমি এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যা বিজ্ঞানের যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তখনই বুঝেছি এই জগতে এমন কিছু শক্তি আছে, যা আমরা চোখে দেখি না, কিন্তু টের পাই।কালো জাদু প্রসঙ্গে কাজল জানান, আপনি যদি আলোয় বিশ্বাস করেন, তা হলে আপনাকে অন্ধকারেও বিশ্বাস রাখতে হবে। পৃথিবীতে কখনও কখনও এমন কিছু সময়, মুহূর্ত আসে, যখন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, আপনার চারপাশে কিছু একটা হচ্ছে। কিছু একটা ঠিক নেই চার পাশে।পৃথিবেীতে আসলে এমন অনেক কিছুর অস্তিত্ব রয়েছে যা আমরা দেখতে পাই না। আমার জীবনে ভয়ংকর এক অভিজ্ঞতার কথা বলতে পারি। আমরা একটি পুরনো হাভেলিতে (এক ধরনের ঐতিহ্যবাহী রাজকীয় প্রাসাদ বা বিশাল আকারের বাড়ি) শুটিং করতে গিয়েছিলাম। কলকাতা থেকে কয়েক ঘণ্টার দূরত্ব ছিল প্রাসাদটির। সেখানে পৌঁছানোর পর আমার জানালার দিকে চোখ যায়। আমি দেখি, জানালায় একটি মাথার খুলি পড়ে রয়েছে। আমাদের টিমের কেউ কিন্তু ওই খুলি সেখানে রাখেনি।কাজল বলেন, আমি কখনই প্রথমে এসব বিশ্বাস করতাম না। ভৌতিক কোনো সিনেমাও দেখতাম না। কিন্তু আমার বোন এসবে বিশ্বাস রাখে। ভৌতিক সিনেমাও দেখে। ও যখন কোনো ভৌতিক সিনেমা দেখতো তখন আমি ওকে মজা করে বলতাম, ভয় পেতে চাইলে আমার কাছে আয়, ফ্রিতে ভয় দেখিয়ে দেব। আমার প্রস্তাবে ও অবশ্য কখনও রাজি হয়নি।এ অভিনেত্রী আরও বলেন, এর কিছুক্ষণ পর আমি একটি বাচ্চা মেয়েকে সেখানে দেখতে পাই। হঠাৎ সে আমার কাছে আসে আর বলে, আন্টি আমার কমলালেবুর রস খেতে খুব ভালো লাগে। মেয়েটি বেশভূষা পেত্নীর মত ছিল। পরে ওকে কোথাও সেখানে খুঁজে পাইনি।গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ভৌতিক সিনেমা ‘মা’। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কাজল। বলিউডে এর আগেও অনেক অভিনেতা-অভিনেত্রী অদৃশ্য শক্তিতে বিশ্বাসের কথা বলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কাজলও।বলিউড তারকা কাজল বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, তিনি ‘কালো জাদু’, জ্বীন-ভূত-প্রেতে বিশ্বাস করেন। ব্যক্তিগত জীবনে এক ভয়ংকর অভিজ্ঞতার কারণে এই বিশ্বাস তার মধ্যে গড়ে উঠেছে।ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, কাজল বলেন, আমি এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যা বিজ্ঞানের যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তখনই বুঝেছি এই জগতে এমন কিছু শক্তি আছে, যা আমরা চোখে দেখি না, কিন্তু টের পাই।তবে নিজের সেই অভিজ্ঞতা বিস্তারিত না জানালেও কাজল বলেন, তিনি এ ধরনের বিষয় নিয়ে কৌতূহলী এবং সম্মানজনক দূরত্ব বজায় রেখে চলেন।কাজল বলেন, আমি কখনই প্রথমে এসব বিশ্বাস করতাম না। ভৌতিক কোনো সিনেমাও দেখতাম না। কিন্তু আমার বোন এসবে বিশ্বাস রাখে। ভৌতিক সিনেমাও দেখে। ও যখন কোনো ভৌতিক সিনেমা দেখতো তখন আমি ওকে মজা করে বলতাম, ভয় পেতে চাইলে আমার কাছে আয়, ফ্রিতে ভয় দেখিয়ে দেব। আমার প্রস্তাবে ও অবশ্য কখনও রাজি হয়নি।এ অভিনেত্রী আরও বলেন, এর কিছুক্ষণ পর আমি একটি বাচ্চা মেয়েকে সেখানে দেখতে পাই। হঠাৎ সে আমার কাছে আসে আর বলে, আন্টি আমার কমলালেবুর রস খেতে খুব ভালো লাগে। মেয়েটি বেশভূষা পেত্নীর মত ছিল। পরে ওকে কোথাও সেখানে খুঁজে পাইনি।কালো জাদু প্রসঙ্গে কাজল জানান, আপনি যদি আলোয় বিশ্বাস করেন, তা হলে আপনাকে অন্ধকারেও বিশ্বাস রাখতে হবে। পৃথিবীতে কখনও কখনও এমন কিছু সময়, মুহূর্ত আসে, যখন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, আপনার চারপাশে কিছু একটা হচ্ছে। কিছু একটা ঠিক নেই চার পাশে।তিনি আরও বলেন, পৃথিবেীতে আসলে এমন অনেক কিছুর অস্তিত্ব রয়েছে যা আমরা দেখতে পাই না। আমার জীবনে ভয়ংকর এক অভিজ্ঞতার কথা বলতে পারি। আমরা একটি পুরনো হাভেলিতে (এক ধরনের ঐতিহ্যবাহী রাজকীয় প্রাসাদ বা বিশাল আকারের বাড়ি) শুটিং করতে গিয়েছিলাম। কলকাতা থেকে কয়েক ঘণ্টার দূরত্ব ছিল প্রাসাদটির। সেখানে পৌঁছানোর পর আমার জানালার দিকে চোখ যায়। আমি দেখি, জানালায় একটি মাথার খুলি পড়ে রয়েছে। আমাদের টিমের কেউ কিন্তু ওই খুলি সেখানে রাখেনি।২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ভৌতিক সিনেমা ‘মা’। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কাজল। বলিউডে এর আগেও অনেক অভিনেতা-অভিনেত্রী অদৃশ্য শক্তিতে বিশ্বাসের কথা বলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কাজলও।

২১ পড়েছেন