• ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সংস্কারের কথা সবার আগে বিএনপি বলেছে-মির্জা ফখরুল

admin
প্রকাশিত জুলাই ১, ২০২৫
সংস্কারের কথা সবার আগে বিএনপি বলেছে-মির্জা ফখরুল

Sharing is caring!

সংস্কারের কথা সবার আগে বিএনপি বলেছে বলেছেন,বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । বিএনপি সংস্কার চায় না এমন কথা বলে, সুচতুর ভাবে প্রোপাগান্ডা ছাড়ানো হচ্ছে। যেহেতু বিএনপি বড়দল তাই বিনা কারণে বিএনপিকে দোষারোপ করে কোন ঐক্যের ডাক সহায়ক হবে না।গণঅভ্যুত্থানে ৭০০ জনের বেশি দলীয় কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করবে না বিএনপি। নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির সুযোগ এসেছে। ঐক্য আর গণতন্ত্রের প্রশ্নে কোন আপোষ নয়। শহীদদের মায়ের অশ্রু কখনো বৃথা হতে পারে না।মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবারের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, বিএনপি সংস্কার মানছে না। কিন্তু তারা দেখুক প্রায় সবগুলোতে একমত বিএনপি। সংস্কার প্রস্তাবে কোথায় একমত হচ্ছি বা হচ্ছি না, তা সরকার প্রকাশ করুক। এটা তাদের দায়িত্ব।তিনি আরও বলেন, বিএনপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তাই নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় বিএনপি। ভুল বোঝার কারণ নেই। এমনকি ‘জুলাই সনদ’-এর প্রস্তাব আগেই দিয়েছে বিএনপি, এখন সরকারের দায়িত্ব সেটা সামনে নিয়ে আসা। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নেই।

১৩ পড়েছেন