Sharing is caring!
সিলেট এইজ ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমরা অনেক কিছু দ্রুত করতে চেষ্টা করি। কিন্তু এর পেছনে আমলাতান্ত্রিক জটিলতা বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া অনেকের হিংসাও থাকে। রোববার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুলতার পূর্ব ইসদাইর যুব সংঘের উদ্যোগে ইসদাইর বুড়ির দোকান মাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, দুই বছর আগে নারায়ণগঞ্জের জন্য বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প পাশ করিয়েছি। কিন্তু এই কাজ আটকে দেওয়ার চেষ্টা চলছে। আমি মেডিকেল কলেজ চেয়ে এনেছি। এটা আড়াইহাজার বা রূপগঞ্জে নেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, আমি যেখানে জানানোর জানিয়েছি। আশা করছি, মেডিকেল কলেজ, শেখ রাসেল আইটি ইন্সটিটিউট ইনশাল্লাহ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশেই হবে। ফতুল্লা এলাকার রাস্তাঘাটের জন্য সত্তর কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। তিনি আরও বলেন, আমার পৈত্রিক বাড়ি বায়তুল আমানে প্রশ্রাব করা হয়েছে। আমার ভাই সেলিম ওসমানের কারখানায় হামলা করা হয়েছে। কিন্তু আমরা বিগত দিনে প্রতিশোধ নেইনি। কোনো দলের ওপর আঘাত তো দূরের কথা, একটি কথাও বলি নাই। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি প্রমুখ উপস্থিত ছিলেন।
৬৮২ পড়েছেন