• ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্মরণকালের ভয়াবহ তুষারপাত যুক্তরাষ্ট্রে নিহত ৪৯ জন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২২
স্মরণকালের ভয়াবহ তুষারপাত যুক্তরাষ্ট্রে নিহত ৪৯ জন

Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্ক: স্মরণকালের ভয়াবহ তুষারপাতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯ অঙ্গরাজ্যে অন্তত ৪৯ জনের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে নিউইয়র্ক রাজ্যের বাফেলো শহরে, সেখানে প্রাণ হারিয়েছেন ২৭ জন। কিছু মানুষ নিজেদের গাড়িতে আটকা পড়েছেন। হাজারো বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস, যা বসবাসের অযোগ্য। এ অবস্থায় কিছুটা উষ্ণ অঞ্চলের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে বিপদে পড়ছেন অনেকে। যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা ও মেক্সিকো সীমান্ত অঞ্চলের পরিস্থিতি ভয়াবহ। দেশটিতে উদ্ভূত পরিস্থিতি ইতিহাসে বিরল। তা অতীতের সব শীতের রেকর্ড ভেঙে দিতে পারে। পশ্চিম কানাডায় এরই মধ্যে তাপমাত্রা পৌঁছে গেছে মাইনাস ৫৩ ডিগ্রির নিচে। এ ছাড়া মিনেসোটার তাপমাত্রা মাইনাস ৩৮ ডিগ্রি নিচে, ডালাসের তাপমাত্রা নেমেছে মাইনাস ১৩ ডিগ্রি নিচে। তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের রাস্তায় পুরু বরফের আস্তরণ জমে গিয়েছে। কোথাও কোথাও তার উচ্চতা ৮ থেকে ১০ ফুট। যার ফলে দেশটিতে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত ১৫ হাজার ফ্লাইট বাতিল করতে হয়েছে। বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তার কোনো নিশ্চয়তা নেই।খবর: বনিকবার্তা, ছবি:আলজাজিরা।

৬০৩ পড়েছেন