• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

যেদিকে চোখ যায় বিস্তীর্ণ হলুদের সমারোহ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২২
যেদিকে চোখ যায় বিস্তীর্ণ হলুদের সমারোহ

Sharing is caring!

জামালগঞ্জ প্রতিনিধি: যেদিকে চোখ যায় বিস্তীর্ণ হলুদের সমারোহ। অপরূপ দৃশ্য আকৃষ্ট করে যে কাউকে। প্রকৃতিপ্রেমিরা মাঠের পাশে দাঁড়িয়ে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য অবলোকন করছেন। মঙ্গলবার নয়াহালট, চানপুর, লালপুর, লক্ষীপুর, কাশীপুর, রামপুর, দূর্লভপুর, ফাজিলপুর, লম্বাবাক গ্রামে গিয়ে দেখা যায়, সরিষার ক্ষেত হলুদ আর হলুদ সবুজে ভরে গেছে। বিনা-৯ বারি-১৪ বারি-১৮ সরিষা চাষ করেছে কৃষকরা। প্রকৃতিপ্রেমীরা মাটের পাশে দাড়িয়া মনের আনন্দে ছবি তুলছেন।
অগ্রহায়ণ মাসের শুরুতেই কৃষকরা উচ্চ ফলনশীল সরিষা চাষ করেন। তিন মাসের মধ্যে সরিষা ফলন হয়। মাঘ মাসের শেষে কৃষকরা সরিষা ঘরে তুলতে পারবেন। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা পুষ্টিকর তৈল পেতে সরিষা চাষে ঝুঁকছেন বলে জানান উপজেলা কৃষি অফিস।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জামালগঞ্জ উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৪৫ হেক্টর। তবে পতিত জমিসহ ২৫২ হেক্টর জমিতে এবার সরিষা চাষ করা হয়েছে। উপজেলায় পতিত জমি চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। এ কার্যক্রমের ফলে এক ফসলি জমিকে দ্বি-ফসলি এবং দ্বি-ফসলি জমিতে তিন ফসলি জমিতে রূপান্তর করা সম্ভব হচ্ছে। ফলে কৃষকের লাভও হচ্ছে এবং বাড়ছে দেশে খাদ্য উৎপাদন। বিনামূল্যে বীজ সার ও প্রদর্শনী ব্লক পেয়ে অনেক কৃষক অনাবাদি ও পতিত জমিতে বিভিন্ন ফসল করছেন।
জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের কৃষক মো. ফারুক আহমেদ বলেন, আমার এক একর পতিত জমিতে এ বছর সরিষা চাষ করছি। বাম্পার ফলন হয়েছে। আশা করি নিজের চাহিদা মিটিয়ে সরিষা বিক্রি করে লাভবান হবো। তিনি আরও বলেন, উপজেলা কৃষি অফিসারের পরামর্শে ও তাদের দেওয়া বীজ সার দিয়ে আবাদ করেছি। সাচনাবাজার ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বলেন, এ বছর উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করেছি। আগে আমাদের পূর্বপূরুষরা সরিষা চাষ করতেন, মাঝে প্রায় একযুগ সরিষা চাষ করি নাই। বর্তমানে সরকারের প্রণোদনায় সার বীজ পেয়ে তিন বিঘা জমিতে সরিষার চাষ করেছি। আশা করি ফলন ভালো হবে।
জামালগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. আলা উদ্দিন বলেন, দীর্ঘদিন পতিত থাকা জমিতে এবার বিনা-৯ বারি-১৪ বারি-১৮ সরিষা চাষ করেছে কৃষকরা। অন্যান্য বছরের তুলনায় এ বছর কৃষকরা সরিষা বেশি জমিতে চাষ করেছেন। পতিত জমিসহ ২৫২ হেক্টর জমিতে এবার সরিষা চাষ করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য তেলের উৎপাদন বাড়ানো এবং সরিষা তুলে ঐসব জমিতে বোর ধান উৎপাদন করা। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি ও শস্যের নিবিড়তা বৃদ্ধি পাবে।

৫৬৫ পড়েছেন