• ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিসিক নির্বাচন: কে হচ্ছেন আ.লীগের প্রার্থী: আনোয়ারুজ্জামান-আসাদ-জাকির-আজাদ-শিপলু

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৩
সিসিক নির্বাচন: কে হচ্ছেন আ.লীগের প্রার্থী: আনোয়ারুজ্জামান-আসাদ-জাকির-আজাদ-শিপলু

সিলেট সিটি নির্বাচন: কে হচ্ছেন আ.লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান-আসাদ-জাকির-আজাদ-শিপলু

Sharing is caring!

সিলেট এইজ: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্টিত হবে ২০২৪ সালের প্রথম দিকে। সেই সময় ধরেই দিনক্ষণ ও প্রার্থীদের নাম উঠে আসছে আলোচনায়। সিসিকে কমিশনার থেকে পৌর চেয়ারম্যান, পরে সিটি কর্পোরেশনে (সিসিক) উন্নিত হওয়ার পর প্রথম মেয়র ছিলেন প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরান। এরপর দুই মেয়াদে নির্বাচিত মেয়র ছিলেন তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয়ে ছাপিয়ে হয়ে ওঠেন ‘জনতার কামরান’। জাতীয় থেকে স্থানীয় নির্বাচন, তার পদচারণা মানেই প্রার্থীর পক্ষে সৃষ্টি হতো গণজোয়ার। গত দুই মেয়াদে দলীয় কতিপয় নেতাদের কারসাজিতে আরিফুল হক চৌধুরীর কাছে হেরে যান তিনি। তারপরও মানুষের ভরসাস্থল ছিলেন কামরান। গেলো মারিতে করোনা আক্রান্ত হয়ে জীবন প্রদীপ নিভে যায় সাবেক এই মেয়রের। নগরবাসী হারায় একজন অভিভাবক। সেই সঙ্গে সিলেটে মেয়র পদে শূন্যতার সৃষ্টি হয় আওয়ামী লীগে।
প্রয়াত কামরানের স্থলে নির্বাচন করতে যদিও দুই কাউন্সিলরসহ আওয়ামী লীগের অন্তত হাফ ডজন প্রার্থী প্রস্তুতি নিচ্ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে নিজেদের জানান দিচ্ছিলেন। তবে হঠাৎ করে ঝড়ো হাওয়ার মতো কেন্দ্রের সবুজ সিগন্যাল নাকি এখন ক্লিন ইমেজধারী আনোয়ারুজ্জামানেরই পক্ষে। গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের শীর্ষ সারির এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও আনোয়ারুজ্জামান চৌধুরী দীর্ঘদিন ধরেই সিলেট-২ আসনে প্রার্থী হতে তৎপর থাকলেও দলীয় মনোনয়ন জোটেনি। হঠাৎ করে গুঞ্জন শুরু হয় আলোচনায় না থাকা আনোয়ারুজ্জামান চৌধুরীই হচ্ছেন সিসিকে নৌকার কান্ডারি। এদিকে বিএনপির মনোনিত প্রার্থী নিয়ে থেমন ঝটিলতা দেখা না দিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থীতা নিয়ে ক্রমেই সৃষ্টি হচ্ছে ঝটিলতার। তবে শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান হবে শিগগিরই। এমন একটি আবাস পাওয়া যাচ্ছে দলীয় নেতাকর্মীর কাছ থেকে। ক্ষমতাসীন এ দলটির মনোনয়ন পাচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী এমন গুঞ্জন এখন সিলেট রাজনীতি অঙ্গনে। যদিও এখনো দলীয় কোন সিদ্ধান্ত হয়নি বা আনোয়ারুজ্জামান নিজে এমন কোন বক্তব্য দেননি। দলীয় সূত্র জানায়, আনোয়ারুজ্জামান চৌধুরী এখন ঢাকায় অবস্থান করছেন। বুধবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন তিনি। তবে এ নিয়ে কোনো কথা বলতে রাজি হন নি আনোয়াররুজ্জামান চৌধুরী। শুধু বলেছেন, ‘আমি আওয়ামী লীগের একজন কর্মী। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে কাজ করতে বলবেন, সেখানেই কাজ কাজ করবো।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী গত কয়েক দিন ধরে এমন আলোচনায় সরব সিলেটের রাজনৈতিক অঙ্গন। এমতাবস্থায় ২২ জানুয়ারি দেশে ফেরেন আনোয়ারুজ্জান চৌধুরী। ওইদিন সকালে তাকে বরনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের ঢল নামে। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। ওসমানী বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে তাকে নিয়ে আসা হয় নগরীতে। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। যদিও সিসিকের মেয়র প্রার্থী নিয়ে এখনো দলীয় কোন সিদ্ধান্ত হয়। সিসিকের মনোয়ন নিয়ে নির্বাচন করতে গত নির্বাচনে একরকম কমর বেঁেধ মাঠে সিলেট সাবেক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন। তিনি পরিচন্ন একজন রাজনীতিবিদ হিসাবে সকলের কাছে সমাদৃত। বিগত ৫ বছর থেকে নগরীর প্রতিটি ওয়ার্ডে সভা সমাবেশ করে যাচ্ছেন। অপর দিকে সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিসিকের একাধিক বারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও গত নির্বাচনে মেয়র প্রার্থী হতে চাইলে দলীয় সিদ্ধান্তে প্রয়াত মেয়র কামরানই আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করেন। এবার কামরানের জায়গায় নির্বাচন করতে চান তার ছেলে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা.আরমান আহমদ শিপলু। তিনিও নগরীতে প্রচারণায় চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বর্তমান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন রয়েছেন প্রচারণা ও আলোচনায়। কিন্তু হঠাৎ করে আনোয়ারুজ্জামান চৌধুরী দেশে আসেন। এবং সিসিক নির্বাচনে প্রার্থী হচ্ছেন এমন গুঞ্জনের রাজনৈতীক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে কানাঘুষা। নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা বলেন, কথা প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক সম্প্রতি স্থানীয় নেতাদের জানিয়েছেন, দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছেন, সিলেটে মেয়র পদে নগরীর বাইরে থেকে প্রার্থী দেওয়া হবে। তবে কাকে প্রার্থী করা হবে, তা খোলাসা করেননি প্রধানমন্ত্রী। এতে ধরে নেওয়া যায় আনোয়ারুজ্জামান চৌধুরীই আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী।

৫৬২ পড়েছেন