• ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

নানা অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিলেটে পালন করা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

admin
প্রকাশিত মে ১১, ২০২৫
নানা অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিলেটে পালন করা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

Sharing is caring!

সিলেটে নানা অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। হিংসা-বিদ্বেষ ত্যাগ করে বুদ্ধের বাণীকে ধারণ করে সম্প্রীতিময় সহবস্থানের প্রত্যাশা পুণ্যার্থীদের। দেশ ও জাতি তথা জগতের সব প্রাণীর মঙ্গল প্রার্থনা করছেন এই পুণ্যময় দিনে।এসময় বাংলাদেশসহ পুরো বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। গৌতম বুদ্ধে অহিংসাবানী প্রচারের মাধ্যমে বিশ্বে শান্তি ফিরবে এমন আশা আয়োজকদের।বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আজ রোববার (১১ মে) দুপুরে সিলেটে আলোচনা সভা ও শান্তি শোভাযাত্রা আয়োজন করা হয়। সিলেটের মুসলিম সাহিত্য সংসদে আলোচনা সভা শেষে শোভাযাত্রাটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

১৭ পড়েছেন