• ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সেরাকণ্ঠের বিচারক রুনা লায়লা, থাকছেন বন্যা-সামিনাও

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৩
সেরাকণ্ঠের বিচারক রুনা লায়লা, থাকছেন বন্যা-সামিনাও

Sharing is caring!

সিলেট এইজ: এবারের সেরাকণ্ঠ সিজন-৭ আয়োজন শুরু হয়েছে বেশ আগেই। দেশজুড়ে হাজার প্রতিযোগী থেকে বাছাই করে এরমধ্যে আয়োজনটি এসে দাঁড়াল সেরা ৩৭-এ। দীর্ঘ এ বাছাই প্রক্রিয়ায় প্রধান বিচারকের ভূমিকায় ছিলেন কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং আধুনিক ও চলচ্চিত্রের গানের কিংবদন্তি শিল্পী সামিনা চৌধুরী। এবার তাদের দুইজনের সঙ্গে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। সোমবার ৭ জুলাই সন্ধ্যা থেকে শুরু হয়েছে এই ৩৭ জনকে নিয়ে মূল পর্বের ধারণ। পর্যায়ক্রমে তা চলবে।এদিন সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে এসে পৌছালে রুনা লায়লাকে স্বাগত জানান চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন।এরপর তাকে সঙ্গে নিয়ে স্টুডিওতে প্রবেশ করেন চ্যানেল আই পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য জহিরউদ্দিন মাহমুদ মামুন। স্টুডিওতে প্রবেশের সঙ্গে সঙ্গে সেরাকণ্ঠ সিজন-৭ এর ছয় প্রতিযোগী তার বিখ্যাত গান ‘অনেক বৃষ্টি ঝরে…’ পরিবেশন করেন। গান শেষে রুনা লায়লা বলেন, ‘এত সুন্দর আয়োজনে যুক্ত হতে পেরে আমি মুগ্ধ। কথা দিলাম, সব সময় সেরাকণ্ঠ প্রতিযোগিতার সঙ্গে থাকব।’এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। সেরাকণ্ঠ উপস্থাপনা করছেন শান্তা জাহান। পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৮টায়।

২৩৫ পড়েছেন